আজ ২৫তম তারাবি। এতে পবিত্র কোরআনের ২৮তম পারা তথা সুরা মুজাদালা, সুরা হাশর, সুরা মুমতাহিনা, সুরা সাফ, সুরা জুমুআ, সুরা মুনাফিকুন, সুরা তাগাবুন, সুরা তালাক ও সুরা তাহরিম তিলাওয়াত করা হবে। এই অংশে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। আরও ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটি ক্লিক করুন:https://www.youtube.
আজ ২৪তম তারাবি। এতে পবিত্র কোরআনের ২৭তম পারা তথা সুরা জারিয়াতের ৩১ থেকে সুরা তুর, সুরা নাজম, সুরা কমার, সুরা রহমান, সুরা ওয়াকিয়া ও সুরা হাদিদ পর্যন্ত তিলাওয়াত করা হবে। এই অংশে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে।
আজ ২৩তম তারাবি। এতে পবিত্র কোরআনের ২৬তম পারা তথা সুরা আহকাফ, সুরা মুহাম্মদ, সুরা ফাতহ, সুরা হুজুরাত ও সুরা জারিয়াতের ১ থেকে ৩০ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হবে। এই অংশে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে।
আজ ২২তম তারাবি। এতে পবিত্র কোরআনের ২৫তম পারা তথা সুরা হামিম সাজদার ৪৭ থেকে সুরা শুরা, সুরা জুখরুফ, সুরা দুখান ও সুরা জাসিয়া পর্যন্ত তিলাওয়াত করা হবে। এই অংশে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে।